পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৬৮টি ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আওয়ামী লীগ ৪০৩টিতে, বিএনপি ৬২ আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৮৪ ইউপিতে। শনিবার ষষ্ঠ ধাপে ৬৯৮ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনিয়মের কারণে কেন্দ্রে স্থগিত থাকায় ১৩ ইউপিতে ফের ভোট গ্রহণ করবে সংস্থাটি। এছাড়া ১৭টি ইউপি রাঙামাটির প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফলাফল এখনো পৌঁছেনি।
ষষ্ঠ ধাপে ২৪ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। এর মধ্যে আওয়ামী লীগে ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী দু’জন।
শেষ ধাপে জাতীয় পার্টি ১৫টি, জেপি একটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইউপিতে জয়লাভ করে।
মোট এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৭১৯ জন ভোটারের মধ্যে ৮৫ লাখ ৮৪ হাজার ৭৫৭ জন ভোটার ভোট দেন। অর্থাৎ ৭৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সব ইউপির ফলাফল আসতে আরও সময় লাগবে। কেননা, পার্বত্য এলাকার বেশকিছু ইউপির ফল কারিগরি সমস্যার কারণে মাঠ কর্মকর্তারা পাঠাতে পারছেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।