পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত ১৭ জুলাই দৈনিক ইনকিলাবে প্রকাশিত “খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বিতর্কিত বেস্টিনেটের তৎপরতা শুরু” শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন বায়রার সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপন। বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় দশ সিন্ডিকেটের মাধ্যমে কর্মী প্রেরণ সর্ম্পকে লিখিত বক্তব্যে বায়রার সাবেক মহাসচিব বলেন, ২০১৭ সনের ২২ ফেব্রæয়ারি মালয়েশিয়া সরকার এক চিঠিতে দশটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর অনুমতি দেয়। উক্ত দশটি এজেন্সি অন্যান্য এজেন্সিকে কো-অর্ডিনেট করে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী পাঠিয়েছে। এতে কোনো সিন্ডিকেট হয়নি বলেও তিনি দাবি করেন। ২৪টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে অতিরিক্ত ফি নিয়ে কর্মীর স্বাস্থ পরীক্ষা করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য
দশ সিন্ডিকেটের দুর্নীতির কারণে মালয়েশিয়ার নতুন সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রেখেছে। নতুন আদলে সিন্ডিকেট তৈরির অপতৎপরতা শুরু করেছে তিন দেশে কালোতালিকাভুক্ত কোম্পানী বেস্টিনেট এসডিএন বিএইচডি। এ প্রতিষ্ঠানের অংশীদারও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। তাদের অনলাইন পদ্ধতি ফের বাংলাদেশে চালু করতে এরইমধ্যে রাজধানীর বনানীতে অফিস খুলে ১৬টি মেডিক্যাল সেন্টার নির্বাচন করেছে। এসব সংবাদ সর্ম্পকে বায়রার সাবেক মহাসচিব স্বপন তার প্রতিবাদ লিপিতে কোনো উচ্চ-বাচ্য না করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন মাত্র। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।