পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পুরান ঢাকার টিপু সুলতান রোডসহ আশপাশের এলাকায় পুলিশি চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট করেছে শিট (টিন বা স্টিলের একজাতীয় পাতলা পাত) ব্যবসায়ীরা। এ সময় তারা কোনো কারণ ছাড়া আটক ব্যবসায়ীদের মুক্তির দাবি করেন। গতকাল সকাল বেলা ২টা পর্যন্ত দোকান বন্ধ করে তারা এ প্রতীকী প্রতিবাদ করেন। তবে পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ফুটপাথ মুক্তকরণ অভিযান চলছে বলে জানানো হয়। মানববন্ধনকালে ব্যবসায়ীরা অভিযোগে বলেন, টিপু সুলতান রোড এলাকায় ৩শ’র মতো দোকান রয়েছে। প্রতিটি দোকান মালিকদের দোকান ভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। কিন্তু মালিকরা এ চাঁদা দিতে অস্বীকার করলে পুলিশ গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৭/৮ জনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।