Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : আজিজ আহমেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১১:৩৬ এএম

সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন বাহিনী প্রধান জেনালের আজিজ আহমেদ। তিনি বলেন, ডিসিদের বলেছি, আমরা তাদের সঙ্গে সমন্বিতভাবে দেশের কাজ করবো। কোথাও কোনও সমস্যা হলে, পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করবো।

ডিসি সম্মেলনের চতুর্থ দিনে বুধবার (১৭ জুলাই) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়-বিষয়ক প্রথম কার্য অধিবেশন শেষ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অধিবেশনে এই প্রথমবারের মতো তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর করণীয় বিষয়ে জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, বন্যা মোকাবিলায় যদি সেনাবাহিনীর প্রয়োজন পড়ে; সেনাবাহিনী প্রস্তুত আছে, কাজে যোগ দেবে। যেখানে যখই প্রয়োজন হবে, শুধু সেনাবাহিনী নয়, তিন বাহিনীর সদস্যরাই সেখানে থাকবেন। ডিসি সাহেবরা যেভাবে চাইবেন, সেভাবেই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে কাজ করবে সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ