Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেশকাত আহমেদ চৌধুরী জনতা ব্যাংকের নতুন পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ৬:০২ পিএম

মেশকাত আহমেদ চৌধুরী সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এর সদস্য, উন্নয়ন (যুগ্ম সচিব) হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৬ জুলাই) জনতা ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেশকাত আহমেদ চৌধুরী ১৯৮৪ সালে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালে বিসিএস কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকুরীর বিভিন্ন পর্যায়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতিসংঘ এবং মধ্যপ্রাচ্য শাখা, সংস্কৃতি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর, প্রেসিডেন্টের কার্যালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন, অর্থ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এর গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে বিএ সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মেশকাত আহমেদ চৌধুরী মৌলভীবাজার জেলার বড়লেখা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ জন্মগ্রহন করেন। তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনতা ব্যাংক

২১ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
২৯ আগস্ট, ২০২২
৩০ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ