পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য হাট বাজারে না পেলেও সরকারি গুদামের ধান দিয়ে প্রান্তিক কৃষকরা চড়া মূল্য পেয়ে খুবই আনন্দিত। পার্বতীপুর উপজেলায় চারটি খাদ্য গুদামের বরাদ্দ ৩ হাজার ৪শ’ ৭৮ মেট্রিকটন। পার্বতীপুর খাদ্য গুদামে বরাদ্দ ১১০৯ মেট্রিকটন। পার্বতীপুর খাদ্য গুদামে গতকাল বৃহস্পতিবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়েছে ৫৪২ মেট্রিকটন। কৃষি বিভাগ জানায়, এবারে পার্বতীপুর উপজেলা ইরি-বোরো লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৭৫০ মেট্রিকটন। খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুল জলিল ব্যাপারী জানান কৃষি বিভাগের তালিকা অনুযায়ী আমরা সকল খাদ্য গুদামে কৃষি বিভাগের সিøপের মাধ্যমে প্রান্তিক চাষীদের কাছ থেকে প্রতিকেজি ঋণ ২৩ টাকা করে প্রতিটন ২৩ হাজার টাকা সরকার ক্রয় করছে। সাধারণ কৃষকরা জানান, সরাসরি খাদ্য গুদামের ধান দিয়ে আমরা আনন্দিত এবং খুবই সন্তুষ্ট। এভাবেই ধান, গমসহ রবি শস্য ক্রয় করলে সাধারণ কৃষকরা উপকৃত হবো। পার্বতীপুর খাদ্য গুদামের পরিদর্শক নুরুজ্জামান জানান, দু-একদিনের মধ্যেই আমাদের গুদামের বরাদ্দকৃত ইরি-বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।