Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্যামসাংয়ের স্পেসম্যাক্স সিরিজের রেফ্রিজারেটর এখন বাজারে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ৪:৫১ পিএম

স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাজারে নিয়ে এলো টু-ডোর এবং থ্রি-ডোর বিশিষ্ট স্পেসম্যাক্স সিরিজের সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর। রোববার (১৪ জুলাই) রাজধানী একটি হোটেলে এক অনুষ্ঠানে রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস কনজ্যুমার ইলেকট্রনিক্স শাহরিয়ার বিন লুৎফর বলেন, স্যামসাং রেফ্রিজারেটর স্পেস বা প্রশ্বস্ত জায়াগার ক্ষেত্রে প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের জন্য অভিনব পণ্য নিয়ে আসে। সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা নতুন স্পেসম্যাক্স সিরিজের সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরগুলো বাজারে আনতে পেরে সত্যিই আনন্দিত। ভিন্নভাবে ডিজাইন করা রেফ্রিজারেটরগুলো ক্রেতাদের খাবার সংরক্ষণের ধারণা বদলে দিবে।

নতুন এই রেফ্রিজারেটরগুলোতে স্পেসম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যে কারনে রেফ্রিজারেটরের আকারের তুলনায় এর ভেতরে খাবার সংরক্ষণের জন্য বেশি জায়গা পাওয়া যায় এবং তুলনামূলক কম বিদ্যুৎশক্তি ব্যবহার করে।

এই সিরিজের রেফ্রিজারেটরের সবদিকে কুলিং সিস্টেম রয়েছে, যে কারনে ঠান্ডা বাতাস বের হওয়ার বহু নির্গমন পথ রয়েছে। যা পুরো রেফ্রিজারেটরকে ঠান্ডা রাখে এবং দীর্ঘ সময় খাবার তাজা রাখতে সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখে। রেফ্রিজারেটরগুলোতে ব্যবহার করা হয়েছে স্যামসাং ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর যা ৫০ মতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী।

নতুন সিরিজের এই রেফ্রিজারেটরগুলোতে রয়েছে পাওয়ার কুল এবং পাওয়ার ফ্রিজ। পাওয়ার কুল বাটন চাপার সাথে সাথেই ঠান্ডা বাতাস দ্রুত ঠান্ডা পানি এবং আনুষঙ্গিক অন্যান্য খাদ্যদ্রব্য। পাওয়ার ফ্রিজার ফিচারের মাধ্যমে দ্রুত গতিতে বের হওয়া ঠান্ডা বাতাস ফ্রিজারকে এতোটাই ঠান্ডা করে যে সেখানে ফ্রোজেন ফুড সংরক্ষণের পাশাপাশি দ্রুত সময়ে বরফ তৈরি করা যায়।

বাজারে টু-ডোর মডেলের রেফ্রিজারেটর পাওয়া যাবে ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা থেকে এবং থ্রি-ডোর মডেলের রেফ্রিজারেটর দাম শুরু ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা থেকে। ৬৪৭ লিটার ধারণক্ষমতাসম্পন্ন টু-ডোর রেফ্রিজারেটরের রয়েছে তিনটি মডেল (আরএস৭২আর৫০০০১এম৯/টিএল, আরএস৭২আর৫০১১এসএল/টিএল এবং আরএস৭৪আর৫১০১এসএল/টিএল), অন্যদিকে ৬৩৪-৬৪৭ লিটার ধারণক্ষমতাসম্পন্ন থ্রি-ডোর রেফ্রিজারেটরের রয়েছে দুটি মডেল (আরএস৭৩আর৫৫৬১বি৪/টিএল এবং আরএস৭৩আর৫৫৬১এফ৮/টিএল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যামসাং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ