Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেট উন্নয়ন অভিলাশী ঘুষ-দুর্নীতি কঠোর হস্তে রোধ করতে হবে ওয়ার্কার্স পার্টি

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৬-১৭ অর্থ বছরের ঘোষিত বাজেটকে উন্নয়ন অভিলাষী হিসেবে মনে করে ওয়ার্কার্স পার্টি। তবে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে চলমান ঘুষ-দুর্নীতি ও আর্থিক খাতের লুটপাট কঠোর হস্তে দমন করতে হবে। এ লক্ষ্যে সমাজের সর্বক্ষেত্রে সুশাসন কায়েম করতে হবে।
গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন এর সভাপতিত্বে সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, কামরূল আহসান, যুবনেতা মোস্তফা আলমগীর রতন, অ্যাডভোকেট টিপু সুলতান এমপি, মহানগর নেতা কিশোর রায়, মুর্শিদা আখতার, ছাত্র নেতা অর্নব দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
বিষমুক্ত খাদ্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঈদে নিরাপদে বাড়ি ফেরা, ঈদের পূর্বে শ্রমিক কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধ এবং বাজেটে নগর দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা খাতে অধিক বরাদ্দের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন। এতে সাধারণ মানুষের জীবন-জীবিকা দুর্বিসহ হয়ে ওঠে। সরকারকে এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে; যাতে অসাধু ব্যবসায়ীরা অনৈতিক কার্যকলাপ করতে সাহস না পায়। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বক্তারা বলেন, বাজেটে বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন ঘটেছে। তবে সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা নিরসনে কোন কার্যকর দিক নির্দেশনা নেই। বর্তমানে সমাজে ধনী-দরিদ্র্যের বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। এই বৈষম্য নিরসন করতে না পারলে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন/ভাতা দ্বিগুণ করা হয়েছে। অথচ বাজেটে শ্রমিক কর্মচারিদের জন্য জাতীয় মজুরি কমিশন গঠনের কোন উদ্যোগ নেই। এতে করে শ্রমিক কর্মচারিদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নেতারা বলেন, শ্রমিক-কর্মচারিরা হচ্ছে উৎপাদিকা শক্তি। এই শক্তিকে যদি শক্তিশালী করা না যায় তাহলে সমাজের উৎপাদন ও উন্নয়ন ব্যহত হবে। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক-কর্মচারিদের জন্য জাতীয় মজুরি কমিশন গঠন করে মজুরি বৃদ্ধির আহ্বান জানান এবং ২১ রোজার মধ্যে সকল শ্রমিক-কর্মচারির বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট উন্নয়ন অভিলাশী ঘুষ-দুর্নীতি কঠোর হস্তে রোধ করতে হবে ওয়ার্কার্স পার্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ