পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীতে সমাবেশ করেছে রাষ্ট্রীয় সম্মানীভাতা প্রাপ্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা। গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের বিভিন্ন অনিয়ম, কর্মকর্তাদের দূর্নীতির প্রতিবাদ জানান। সমাবেশে সভাপতিত্ব করেন খেতাব প্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মাহামুদ পারভেজ জুয়েল, বক্তব্য রাখেন মহাসচিব আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, আলী আহম্মেদ, শেখ ওয়াহাব আলী, সিরাজুল ইসলাম, সৈয়দ খুরশিদ আলম, মুকসুদুর রহমান নাজির আহমেদ চৌধুরী মাকছুদ, রফিকুল ইসলাম। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টকে দুর্নীতিমুক্ত করতে হবে। কর্মকর্তা কাইয়ুম খানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত। মামলা হয়েছে আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বরখাস্ত করলে হবে না তাকে গ্রেফতার করতে হবে। পূর্নিমা ফিলিং ষ্টেশনের টাকা আদায় করতে হবে এবং এ ব্যাপারে দূর্নীতি দমন কমিশনে মামলা রজু করতে হবে। উল্লেখ্য, বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবীতে সমাবেশ বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।