Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর পলাশে এনআরবিসি ব্যাংক এজেন্ট পয়েন্ট পরিদর্শনে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ৫:৩০ পিএম

নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং পয়েন্ট পরিদর্শন করেছেন সফররত নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা জোরিগুইয়েতা। বৃহষ্পতিবার (১১ জুলাই) ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার ( ১০ জুলাই) জিনারদী ইউনিয়ন পরিষদের এটুআই প্রকল্পের আওতাধীন এই ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময়, নেদারল্যান্ডের রানীকে এনআরবিসি ব্যাংকের এজেন্ট পয়েন্টের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। ডাচ রানী ম্যাক্সিমা এনআরবিসি ব্যাংকের সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন। তিনি তৃণমূল পর্যায়ে এই ধরণের ব্যাংকিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রানীর সফরকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাইনাইন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) রুমানা ইয়াসমিন, এটুআই প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তারা এবং এনআরবিসি এজেন্ট ব্যাংকিং পয়েন্টের এজেন্ট কামাল হোসেন।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এজেন্ট পয়েন্ট থেকে সরকারের সেফটি নেট কার্যক্রমের আওয়াতায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদান করে থাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ