Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাকরিসহ সব জায়গাতেই সংখ্যালঘুরা তুলনায় অনেক বেশি : এইচটি ইমাম

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশের চাকরিসহ সব জায়গাতেই সংখ্যালঘু হিন্দুরা সংখ্যার তুলনায় অনেক বেশি। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বিজেপির নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। দলীয়ভাবে আমরা ধর্মনিরপেক্ষ। সরকারের দিকে যদি তাকান দেখবেন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। চাকরি বলুন কিংবা অন্যান্য জায়গাতেই বলুন, সব জায়গাতেই। খবর বিবিসি বাংলা। বাংলাদেশ সফররত বিজেপির একটি প্রতিনিধি দলের সদস্য অরুণ হালদার বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের বহু হিন্দু তাদের বলেছে যে দেশটিতে তারা নিরাপদ বোধ করছে না। দেশে ফিরে বাংলাদেশের হিন্দুদের এই মনোভাব তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরবেন। বাংলাদেশের মাদারীপুর জেলায় একটি সংগঠনের আমন্ত্রণে ‘আন্তর্জাতিক সনাতন ধর্ম সম্মেলনে’ যোগ দিতে এই দলটি কয়েকদিন আগে বাংলাদেশে আসে। যে তিনজন রাজনীতিবিদ এই দলে রয়েছেন তাদের একজন হচ্ছেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার। বাকি দু’জনের একজন বিজেপির সমমনা রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সভাপতি রামদাস আতোয়াল এবং অন্যজন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা সুরেশ পূজারী।
বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশের সরকারি সূত্রগুলো বলছে, ভারতীয় এই দলটির সফর সরকারি পর্যায়ের কোনো সফর নয়। কিন্তু তারপরেও তারা যে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সে বিষয়ে সরকার অবহিত। দলটি মাদারীপুর ছাড়াও ঝালকাঠি, পটুয়াখালি এবং চট্টগ্রাম সফর করেছে। বিসিবি সাংবাদিক আকবর হোসেনকে দেয়া সাক্ষাৎকারে মি. হালদার বলেন, মাদারীপুরের সম্মেলন থেকে আওয়াজ উঠেছে যে ‘হয় আমাদের সুরক্ষা-নিরাপত্তার ব্যবস্থা করা হোক, না হলে আমরা এখান থেকে দলে দলে সব পশ্চিমবঙ্গে চলে যাব।’ তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর ‘আক্রমণ এবং নির্যাতনের’ বিষয় নিয়ে ভারত সরকার চিন্তিত। তবে এ নিয়ে তিনি সরকারকে দায়ী করেননি। বিজেপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের ওপর তাদের সম্পূর্ণ আস্থা আছে। আওয়ামী লীগ সরকার সব সময় হিন্দুদের স্বার্থ সুরক্ষা করে থাকে। এটা সারা জায়গায় তথা আমাদের ভারতবর্ষেও এ খবর প্রচলিত আছে। তাহলে হিন্দুদের ‘অনিরাপদ’ বোধ করার যে অভিযোগ, সেজন্য কে দায়ী? বিবিসির এই প্রশ্নের জবাবে অরুণ হালদার বলেন, যারা জঙ্গিদের মদদ দেয় তারা হিন্দুদের ওপর আক্রমণ চালিয়ে আওয়ামী লীগ সরকারের ‘বদনাম করার’ চেষ্টা করছে। ঢাকার ভারতীয় দূতাবাস থেকে তাদের এই তথ্য দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরিসহ সব জায়গাতেই সংখ্যালঘুরা তুলনায় অনেক বেশি : এইচটি ইমাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ