পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিভিন্ন জেলা ও উপজেলার ২৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ২৭ নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নুরুজ্জামান লস্কর (তপু), সাবেক সদস্য শামীমা আক্তার, আশুগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম খান মনোয়ার, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার লিয়াকত হোসেন, কুমিল্লা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছাদেক হোসেন সরকার, নীলফামারী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহানুল হক, নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছাদরুল আমিন চৌধুরী, সুনামগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি আনিসুল হক, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার আজিম বাবু, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, সিলেট জেলার সাবেক সহ-সভাপতি লুৎফল হক খোকন, সাবেক উপদেষ্টা এড. মাওলানা রশিদ আহমেদ, মাজহারুল ইসলাম ডালিম, মহিলা দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল, সাবেক সদস্য আহমেদ নুর উদ্দিন, সাবেক সদস্য অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেগম স্বপ্না শাহীন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, বিশ্বনাথ উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক নুরুন্নাহার ইয়াসমিন, মোঃ মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, নাটোর জেলার সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম বাচ্চু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।