Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশে কনসাল জেনারেল

আমিরাতে ব্যবসার পাশাপাশি দেশেও বিনিয়োগ করুন

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : দেশের উন্নয়নে বিদেশে বাংলাদেশি পণ্যের ব্যাপকভাবে প্রচার ও প্রসারের আহ্বান জানিয়ে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা আমিরাতে যেমনিভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের সুনাম ও সম্মানবৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন তেমনিভাবে নিজ দেশের মমত্ববোধে ও উন্নয়নের লক্ষ্যে দেশেও ব্যাপকভাবে বিনিয়োগ করুন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আরব আমিরাতের আজমানের নয়া সানাইয়ায় বাংলাদেশি মালিকানাধীন, সানসিটি হাইপার সুপার মার্কেট এল এলসি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে মার্কেট উদ্বোধন করেন আমিরাতের শেখ পরিবারের সদস্য এইচ এইচ শেখ আহমদ বিন সুলতান আল নুয়াইমি। উপস্থিত ছিলেন, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি, বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশে কনসাল জেনারেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ