Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার তিন দফা জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নেওয়া হয় মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন এবং দ্বিতীয় জানাযা শেষে বাদ জুমাআ গুলশান আজাদ মসজিদে শেষ দফায় জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য ১০মিনিট রেখে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় তার তিন ছেলে ফারহাজ, ফরহান, ফায়হান মুনয়েম উপস্থিত ছিলেন।
সকালে প্রেস ক্লাবে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান প্রমুখ।
গত বুধবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ছিলেন ফাহিম মুনয়েম। ২০১০ সালের মে মাসে তিনি মাছরাঙা টেলিভিশনের সিইও এবং চিফ এডিটর হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এ নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দৈনিক সংবাদ, দ্য মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ