পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বর্ষারোহী মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বিস্তৃত হলেও সক্রিয় না হয়ে স্থিরাবস্থা, বঙ্গোপসাগরে বর্ষাকালীন লঘুচাপ-নি¤œচাপ সৃষ্টি না হওয়া এসব কারণে আষাঢ় মাস খরা, অনাবৃষ্টির কবলে পড়েছে। কোথাও কোথাও হচ্ছে বিক্ষিপ্ত ও সাময়িক হালকা বৃষ্টি। অনেক জায়গায় খাঁ খাঁ দিনমান যেন চৈত্রের খরতাপ। আবার গা জ্বলা ভ্যাপসা গরম।
গতকাল (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাত হয়নি। অন্য বিভাগগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে তাও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। এতে মাটিও ভিজেনি। তাপদাহের পারদ সর্বোচ্চ ঢাকা বিভাগের নিকলিতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.৫ এবং সর্বনি¤œ ২৮ ডিগ্রি সে.।
আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দিন-রাতে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।
সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপক‚লীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদধ বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপক‚লের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।