Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৪:২৮ পিএম

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বেলা ২টায় স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে কয়েকশো নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির র্ভুঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ শামীম আজাদ, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সহ-সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন অভি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহীন, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ইদ্রিস মিয়াজী (ভিপি মোহন), সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, ঢাকা মহানগর উত্তরের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন মুন্না, বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আবুল কালাম আজাদ, সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক এ্যাডভোকে মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, মাহমুদুল বারী, অমিত হাসান হাফিজ, বেলাল আহমেদ, সাবেক কেন্দ্রীয় সদস্য এ বি এম মুকুল, এইচ এম জাফর আলী, জেড আই কামাল, মোজাম্মেল হক মৃধা, আরিফ মেহেদী, মোকছেদুর রহমান আবির, কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান, হাজী আনোয়ার হোসেন, সরদার নুরুজ্জামান, ডাঃ মোঃ জাহিদুল কবির জাহিদ, ড. মোঃ মফিদুল আলম খান, ইউসুফ হারুন পাটোয়ারী, মোঃ হারুন অর রশীদ, আলমগীর হোসেন শাহীন, আসাদুজ্জামান আসাদ, শাহে আলম, আবু সাঈদ, শহীদুল ইসলাম, ফয়জুল্লাহ মহাজন, শাহাবুদ্দিন সাবু, রাশেদুল কবির রাসেল, কবির হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের কয়েক শত নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে বর্তমান অহংকারী নিষ্ঠুর সরকার আবারো প্রমাণ করলো-তারা জনগণের কল্যাণের জন্য ক্ষমতা দখল করেনি, বরং জনগণের অর্থ আত্মসাৎ করতেই ক্ষমতাসীন হয়েছে। জনগণের নিকট আওয়ামী সরকারের ন্যুনতম জবাবদিহিতা নেই বলেই ধারাবাহিকভাবে নিষ্ঠুর ও অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে জনগণের ওপর। কিন্তু জনগণ এখন সরকারের সকল অন্যায়-অপকর্মের জবাব দিতে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় বর্তমান অবৈধ আওয়ামী সরকার। কারণ সরকার ভালভাবেই জানে যে, দেশের মানুষের নিকট সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে নি:শেষ করতে না পারলে, বিএনপি-কে ধ্বংস করতে না পারলে আওয়ামী শাসনই চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তাই তারা দেশনেত্রীকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কিন্তু সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। আওয়ামী জনবিচ্ছিন্ন সরকারের দু:শাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দেশনেত্রীকে কারামুক্ত করবেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ