পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদুল আযহার আগেই আগামী ২৫ জুলাই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করবে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে এই ঘোষণা দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা। তাদের দাবির কথা বিবেচনা করেই বনলতা এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গিয়ে রাজশাহীতে বিরতির পর সেখান থেকে যথারীতি ৭টায় ছেড়ে যাবে বনলতা এক্সপ্র্রেস। একদিনের সফরে চাঁপাইনবাবগঞ্জ এসে মন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রথমেই যান সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে। এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষে সোনামসজিদ বন্দরের পানামা ইয়ার্ড প্রাঙ্গনে মতবিনিময় সভার আয়োজন করে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ। সভায় শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজামুল হক রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, সাবেক সাংসদ আবদুল ওদুদ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে সুধী সমাবেশে বক্তৃতা করেন। মন্ত্রী আরো বলেন, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই ভারত সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।