Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় বাংলাদেশ শোকেস ১১ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ৬:৫০ পিএম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে আগামী ১১ জুলাই মালয়েশিয়ার রয়েল চুলান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল। এতে বাংলাদেশের পণ্য প্রদর্শনী, সেমিনার, বি-টু-বির আয়োজন রয়েছে। যৌথ উদ্যোগভিত্তিক এফডিআই আকৃষ্ট করার লক্ষ্যে এ শোকেসে উভয় দেশের বিনিয়োগকারীরা অংশ নেবেন।

সোমবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবসায়ী সংগঠনটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এখন দিনদিন বেকারের সংখ্যা বাড়ছে। শিক্ষিত বেকারকে দক্ষ করে বিভিন্ন দেশে কাজে লাগানো যায়। ‘শোকেস বাংলাদেশ- গো গ্লোবাল’ উপলক্ষে আমরা আমাদের দেশের শ্রমবাজার নিয়ে সভা-সেমিনার করবো। যার মাধ্যমে মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক রফতানি আরও সহজ হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের আরও উন্নয়নে ইভেন্টে মালয়েশিয়ার নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের বাণিজ্যদলের মতবিনিময়, সেমিনার হবে।

বিএমসিসিআই সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে আমাদের এ উদ্যোগ। বর্তমানে মালয়েশিয়ায় ২৫২ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হচ্ছে, আমরা প্রতি বছর গড়ে ২০ শতাংশ হারে এটা বাড়াতে চাই। আমাদের শো-তে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান, আগ্রহী বিনিয়োগকারী, মালয়েশিয়ার সরকারি সংস্থাগুলো অংশ নেবে। সেখানে বিভিন্ন বিষয়ে সেমিনারের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার পণ্য প্রদর্শন হবে।

তিনি বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের জন্য মেলা থেকে একটি বড় বিনিয়োগ আমরা আশা করছি। আমাদের অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন দেশের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যোগাযোগ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। দুই দেশের প্রায় ৩০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়া দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান, বিএমসিসিআইর মহাসচিব সাব্বির আহমেদ খান, সাবেক সভাপতি এম আলমগীর জুলি, বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ শোকেস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ