Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাহকদের ধন্যবাদ জানাল গ্রামীণফোন

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ৩১ মে পর্যন্ত গ্রামীণফোনের ৫ কোটি ১৭ লাখ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছেন। যা প্রতিষ্ঠানটির সর্বমোট গ্রাহকের প্রায় ৯০ শতাংশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করানোর জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পছন্দের মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের ওপর আস্থা রাখার জন্য গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি গ্রাহকদের ধন্যবাদ জানান। গ্রাহকদের এই আস্থা কোম্পানিকে আরো উৎসাহিত করবে বলে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের আস্থার প্রতি সম্মান প্রদর্শনে সাশ্রয়ী মূল্যে দেশের সর্বোত্তম সেবাদানে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব। মোবাইল ফোন গ্রাহকদের জন্য এ বছরের জানুয়ারি মাস থেকে সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন তাদের ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ যাচাই করে দেখে। গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী, জুনের ১ তারিখ থেকে সকল অনিবন্ধিত সিম বন্ধ হয়ে গেছে। এরপরও, যেসব গ্রাহক এখনও সিম পুনর্নিবন্ধন করাতে পারেননি তারা জুনের ১ তারিখ থেকে যে কোনো সময় তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করে সিম পুনরায় সক্রিয় করতে পারবেন। পরবর্তী ঘোষণা পর্যন্ত এসব সিম বিনামূল্যে বায়োমেট্রিক নিবন্ধন করা যাবে। অনিবন্ধিত সিমের মালিকরা জুন ১, ২০১৬-এর পর ১৮ মাস পর্যন্ত তাদের সিম বায়োমেট্রিক নিবন্ধন করাতে পারবেন। উল্লেখিত সময়ের পর থেকে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিমগুলো নতুন সংযোগ হিসেবে বিক্রি করে দিতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রাহকদের ধন্যবাদ জানাল গ্রামীণফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ