Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়ি ইউপির উন্মুক্ত বাজেট

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা ঃ ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থ-বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার পরিষদ সভাকক্ষে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৯শ’ ৪৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৮৫ হাজার ৯শ’ ৭৯ টাকা এবং ৫৩ হাজার ৮শ’ ৭০ টাকা উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুর রহমান ফকির, ইউপি সচিব মো. রুবেল হোসেন, ওই ইউনিয়নের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঠবাড়ি ইউপির উন্মুক্ত বাজেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ