পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা সংবাদদাতা ঃ ভোলার বোরহানউদ্দিনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় বিআরডিবি’র বাস্তবায়নে ৩০ জন হতদরিদ্র নারীকে ১৫ দিনব্যাপী কুটির শিল্প প্রশিক্ষণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ৩০ নারীর হাতে উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস প্রশিক্ষণ সনদ তুলে দেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএইচ শিপন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, ফারজানা আক্তার, মাঠ পরিদর্শক সাদ্দাম হোসেন প্রমুখ। উল্লেখ্য, নারী নেতৃত্ব ও আত্ম-কর্মসংস্থানের লক্ষে বাঁশ ও বেত ফাউন্ডেশনের প্রশিক্ষক আবুল কালাম প্রশিক্ষণ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।