পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : কেন্দ্রীয় আখ চাষি সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন যথাসময়ে না হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখ চাষি সমিতি লিঃ-এর সমর্থকরা। সম্প্রতি শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা আখ চাষি সমিতির সদস্য আব্দুল খালেক-এর সভাপতিত্বে সদর উপজেলা সাবেক চেয়ারম্যান নম্র চৌধুরীসহ বক্তারা বলেন, কেন্দ্রীয় আখ চাষি সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন যথা সময়ে না হওয়া এবং ঠাকুরগাঁও ও রংপুর বিভাগীয় কিছু অসাধু কর্মকর্তার কারণে সমিতির সদস্যরা সার্বিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পাশাপাশি রাষ্ট্র তার আয় থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।