Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিতে বরাদ্দ কমলো এবারও

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। অথচ ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবারও বরাদ্দ কমানো হয়েছে কৃষিখাতে। বিশ্লেষণে জানা গেছে, তিন বছরের ব্যবধানে কৃষিতে জাতীয় বাজেটে ৩ হাজার ৯১ কোটি টাকা কমেছে। নতুন অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ১৩৯ কোটি টাকা। তিন বছর আগে ২০১২-১৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৪ হাজার ৮২২ কোটি টাকা। পর্যালোচনা করে দেখা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন অর্থবছরের জন্য জাতীয় বাজেটে ১৩ হাজার ৬৭৫ কোটি টাকার প্রস্তাব দেয়া হলেও তা সংশোধন করে ১১ হাজার ১৩৯ কোটি টাকায় আনা হয়। চলতি ২০১৩-১৪ অর্থবছরে মোট বাজেটের মধ্যে কৃষিতে ছিল ১২ হাজার ২৩০ কোটি টাকা। এদিকে সার ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণে প্রণোদনা বাবদ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিতে বরাদ্দ কমলো এবারও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ