Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেশে তৈরী সুতায় সুনির্দিষ্ট মূসক ধার্য্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বিটিএমএ’র

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ৪:১৩ পিএম

২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাবনায় সুতার উপর ৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হয়। এর নেতিবাচক প্রতিক্রিয়ায় দেশীয় উইভিং মিল এবং বস্ত্রের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিটিএমএ স্থানীয়ভাবে তৈরী সকল কাউন্টের সুতায় ৫ শতাংশের পরিবর্তে প্রতি কেজিতে ৪ টাকা মূল্য সংযোজন কর ধার্য্যরে জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানায়। এরই ধারাবাহিকতায় দেশীয় বস্ত্র শিল্পের স্বার্থ বিবেচনায় এবং দেশীয় বস্ত্রখাত ও বিপুল সংখ্যক প্রান্তিক তাঁতীদের কথা চিন্তা করে দেশে তৈরী সুতার উপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর প্রত্যাহার করে প্রতি কেজিতে ৪ টাকা হারে সুনির্দিষ্ট মূসক আরোপের মাধ্যমে অর্থ বিল ২০১৯ জাতীয় সংসদে পাস করেছে। দেশীয় টেক্সটাইল শিল্পের নায্য স্বার্থ সংরক্ষনে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত দেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে তার দূরদর্শিতারই পরিচয় বহন করে। বিচক্ষন এই সিদ্ধান্তের জন্য বিটিএমএ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিটিএমএ মনে করে, দেশীয় বস্ত্রখাতের নায্য স্বার্থ সংরক্ষনের লক্ষ্যে দেশীয় সুতার উপর প্রতি কেজিতে ৪ টাকা মূল্য সংযোজন কর ধার্য্যরে সুফল আগামীতে সামগ্রিকভাবে বস্ত্রখাতে প্রতিফলন হবে এবং দেশের আপামর জনগন উপকৃত হবে। রোববার ( ৩০ জুন) বিটিএমএ ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর শামসুল আলামিন স্বাক্ষরিত এক বার্তায় এ ধন্যবাদ জানিয়েছে দেশীয় বস্ত্র শিল্পের এ সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ