Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস্তবায়নের পথ দেখাননি -ড. দেবপ্রিয়

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেছেন, অর্থমন্ত্রী বাজেটে যে সব প্রস্তাবনা করেছেন, তাতে আমাদের দ্বিমত নেই। কিন্তু তিনি কোন পথে এ বাজেট বাস্তবায়ন করবেন সে পথ দেখাননি। পথ দেখানো জরুরি ছিল। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটা তৃতীয় বাজেট। ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটের প্রায় ২৯ শতাংশই ঘাটতি এবং ঋণনির্ভর। বাজেটে সামগ্রিক ঘাটতির পরিমাণ হচ্ছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এ নিয়ে বলতে গিয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে যে সব বক্তব্য তুলে ধরা হয়েছে তা বাস্তবায়ন হলে ভাল, মানুষ উপকার পাবে। তবে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। কারণ বিশাল ঘাটতি বাজেট বাস্তবায়নে সক্ষমতা কতটুকু রয়েছে তা দেখতে হবে। কিভাবে এই বিপুল পরিমাণ ঘাটতি মেটানো হবে। খাত ওয়ারি দেখলে দেখা যাবে বাজেট বাস্তবায়নে প্রতিষ্ঠানিক সক্ষমতা সম্পর্কে কোনো পথ দেখাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উন্নয়নের জন্য বড় বাজেট দরকার। কিন্তু সে বাজেট দিলেই হবে না; বাস্তবায়নের পথ জানা থাকা চাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস্তবায়নের পথ দেখাননি -ড. দেবপ্রিয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ