Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের বইয়ের দাম বাড়ানো অবান্তর -ড. বিনায়ক সেন

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন বলেছেন, শিশুদের ড্রয়িং বইয়ের দাম বাড়নোর প্রস্তাব অবান্তর। যা শিশুদের বুদ্ধি বিকাশে সহায়তা করে এবং শিশুদের স্বার্থে সেগুলোর দাম বৃদ্ধি অযৌক্তিক। গতকাল প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব করেন। ড. বিনায়ক সেন বলেন, আমাদের দেশে বাজেটে যে সব পণ্যের দাম কমানো ও বাড়ানো হয় তার কারণ জানার জন্য কোনো গবেষণা হয় না। কেন পণ্যের দাম কমাবো আর কেনইবা বাড়বো তা জানা দরকার। ওই সব পণ্য কারা ব্যবহার করেন কোন শ্রেণীর মানুষ লাভবান হচ্ছেন সেটা জানাও দরকার। এনবিআর সেটা করে না। যার কারণে বাজেটের সুবিধা মানুষ বেশি পায় না। তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে ট্রাক্স কমানোর প্রস্তাব করা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর থেকে তারা সে সুবিধা পাচ্ছেন। কিন্তু তারা জাতিকে কি সুবিধা দিচ্ছেন? রানা প্লাজার দুর্ঘটনার পর কয়টি শ্রমিক রক্ষার প্রকল্প নেয়া হয়েছে? ব্যাক্তিগত খাতে বিনিয়োগ খুবই কম। অথচ কয়েক বছর কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার পরও মাত্র ২২ ভাগ ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ হচ্ছে। বেসরকারি বিনিয়োগে গতির সঞ্চয় আসেনি। তাহলে সাধারণ যারা ট্যাক্স দেন তারা অসন্তুষ্টু হবেন না কেন? দেশের ১২ লাখ মানুষ আয়কর দেন। তাদের যদি ডিজিটাল পদ্ধতিতে আয়করের রিটার্ন দেয়ার প্রচলন চালু করা যায় তাহলে সুবিধা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুদের বইয়ের দাম বাড়ানো অবান্তর -ড. বিনায়ক সেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ