Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনশৃংখলা বাহিনী কোথায় প্রশ্ন সেলিমা রহমানের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ৩:১২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রমাণ করে দেশে কোনও ন্যায়বিচার নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জড়িতদের গ্রেফতার করতে। কেন তিনি নির্দেশ দিবেন? দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীলরা কোথায় গেলেন? যাদের দায়িত্ব তারা কেন পালন করছেন না? এর মানে দেশে এখন আর ন্যায়বিচার বলে কিছু নেই।’

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবে “প্রতিহিংসার রাজনীতি ন্যায়বিচার এবং বেগম খালেদা জিয়া” শীর্ষক নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সবাই দেখেছেন বরগুনায় কীভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রিফাতকে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষও এগিয়ে আসেনি। পুলিশ তো আসেইনি। আজকে মূল্যবোধ হারিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের নামে, বড় প্রজেক্টের নামে ন্যায়বিচার আড়াল হয়ে গেছে। এখনও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এর কারণ বিচারহীনতার সংস্কৃতি। বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে সরকার। তারা দুর্নীতি দিয়ে বড় হওয়ার পথে আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘গত ১০ বছরের কথা বাদ দিলাম। গত এক বছরে যেসব ঘটনা ঘটেছে তার কোনোটিরই বিচার হয়নি। কারণ দেশে ন্যায়বিচার নেই।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর মুক্তির জন্য কথা বলতে হবে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মদ নেসারুল হক, বিলকিস ইসলাম ও কৃষক দলের সদস্য মোজাম্মেল হক মিন্টু প্রমুখ বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ