Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের দাবি ডেকে নিয়ে হত্যা জয়পুরহাটে সদ্য জামিন পাওয়া ব্যক্তি ‘বন্দুক যুদ্ধে’ নিহত

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি গতকাল (বৃহস্পতিবার) ভোর রাতে উপজেলার শালুয়া বিজিবি ও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত তরিকুল চকশিমুলিয়া গ্রামের আয়েজ উদ্দিনের পুত্র। তবে পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
জয়পুরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ভারত থেকে চোরাই পথে ফেনসিডিল আসছে এমন সংবাদ পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ও কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শালুয়া বিলের শিমলতলা শ্মশান ঘাট এলাকায় ওঁৎ পেতে থাকে। ভোররাত সাড়ে ৪টার দিকে মাদক ব্যবসায়ীর একটি দল ওই এলাকা দিয়ে আসার সময় পুলিশ-বিজিবি তাদের ধাওয়া করে। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশ ও বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। নিজের আত্মরক্ষার্থে পুলিশ ১১ রাউন্ড সর্টগানের গুলি ছোঁড়ে। অন্যান্যরা পালিয়ে গেলেও এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে পরিচিত তরিকুল ইসলাম পুলিশের গুলি মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় বিজিবি সদস্য সালাউদ্দিন, শোভন ও পুলিশ কনস্টেবল অন্তিম আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র হাসুয়া, বল্লম, রাম দা, পশুকুড়াল, লাঠি ও ২১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত তরিকুলের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির ১১টি মামলা ও ৬ টি মামলার গ্রেফতারি পরওয়ানা রয়েছে। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরিকুল এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল। এদিকে চকশিমুলিয়া গ্রামে তরিকুলের বাড়িতে গেলে এলাকাবাসী ও তার মা গোলেজান বিবি জানায় আমার পুত্রের বিরুদ্ধে যে কয়টি মামলা আছে সবগুলোতে সে আদালত থেকে জামিন পেয়েছে, গতকালও একটি মামলায় জামিন নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছিল, তারপর বর্তমান ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি সংলঘœ একটি দোকানে ক্যারাম খেলার জন্য গিয়েছিল সেখান থেকে একজন লোক ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়, সেখানে ৪ জন বিজিবি সদস্য আমার ছেলেকে ধরে নিয়ে যায়। রাতে আমরা বহু খোঁজাখুঁজি করেও তাকে পাইনি, সকালে এলাকার লোকজন শালুয়ার বিল এলাকায় তার লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবারের দাবি ডেকে নিয়ে হত্যা জয়পুরহাটে সদ্য জামিন পাওয়া ব্যক্তি ‘বন্দুক যুদ্ধে’ নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ