পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান, তার স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার কমিশনের সভায় অনুমোদনের পর মামলাটি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করা হয়।
দুদকের নিজস্ব অফিসে এটাই সংস্থাটির করা প্রথম মামলা। এর আগে দুর্নীতির মামলাগুলো থানায় করা হয়েছে।
রবিবার দুদক আইনের যে সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়,তাতে দুর্নীতির তফসিলভুক্ত অপরাধের মামলা করতে আর থানায় যেতে হবে না, নিজ দফতরেই মামলা করা যাবে।
দুদকের একজন পরিচালককে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।
মি. ভট্টাচার্য জানিয়েছেন, ওই মামলায় ডিআইজি মিজানুর রহমান, তার স্ত্রী, ছোট ভাই এবং ভাগ্নের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক।
সেই সঙ্গে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে মিজানুর রহমানকে ১ লা জুলাই দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। একই দিন দুপুর ২টায় দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
ওই ঘুষের লেনদেনের সংবাদ প্রচার করায় বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিককেও ২৬জুন তলব করেছে দুদক।
গত ১৯ জুন মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
একজন নারীকে জোর করে বিয়ে ও নির্যাতনের অভিযোগ ওঠার পর ২০১৮ সালের জানুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে গত বছর তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এর মধ্যে কয়েক সপ্তাহ আগে ডিআইজি মিজানুর রহমান দাবি করেন যে, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর সেই অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে দুদক, যার তদন্ত এখন চলছে।
তবে এসব বিষয়ে মিজানুর রহমানের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।