Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষায় সংখ্যার পাশাপাশি গুণগত মানও বাড়ছে : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিক্ষায় সংখ্যাগত বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও বাড়ছে। তবে এখনো মানের ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি শিক্ষার গুণগত মানের ঘাটতির কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারবেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা রয়েছে। সেটা সমাধানের চেষ্টা হচ্ছে। এছাড়া শিক্ষকদের ট্রেনিংয়ের একটা বিষয় আছে। এতে অর্থনৈতিক বিষয় জড়িত।’ গতকাল (বুধবার) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অষ্টম শ্রেণি পর্যন্ত সংযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। যে অবস্থা আছে সেটা নিয়ে চলতে হবে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কজন শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস কবে, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, নেপালের রাজধানী কীÑএ জাতীয় কিছু প্রশ্নের ‘হাস্যকর’ উত্তর দেয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষায় সংখ্যার পাশাপাশি গুণগত মানও বাড়ছে : শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ