Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগাতিপাড়ায় অজ্ঞাত রোগে পাঁচ ছাত্রী অচেতন

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ার উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্রী অজ্ঞাত রোগে অচেতন হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, ছাত্রীরা পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য বেলা সাড়ে ১২টার দিকে কমনরুমে অপেক্ষা করছিল। এসময় ৭ম শ্রেণীর ছাত্রী দোলা (১৪) হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরই একই ক্লাসের সোনিয়া (১৩), সুমাইয়া (১৪), শারমিন (১৩) এবং নবম শ্রেণীর ছাত্রী আবিদা (১৬) অচেতন হয়ে পড়ে। এদের সবাইকে চিকিৎসার জন্য দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরো জানান, ছাত্রীরা সকালে ভালমতো না খেয়ে স্কুলে আসার পর গরমে অচেতন হয়ে পড়ে। চিকিৎসকরা জানান, ছাত্রীরা মাস সাইকোজেনিক রোগে আক্রান্ত হওয়ায় একসাথে পাঁচজন অচেতন হয়ে পড়ে। তারা প্রত্যেকের শারীরিক অবস্থা ভালো এবং আশা করা হচ্ছে সন্ধ্যার আগেই তারা নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগাতিপাড়ায় অজ্ঞাত রোগে পাঁচ ছাত্রী অচেতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ