পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যরা (এমপি) দায়িত্ব পালন করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার এক রিটের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ ব্যবস্থাপনা কমিটি বাতিল ঘোষণা করেছেন আদালত। বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করে আগামী ছয় মাসের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন করার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আদালতে রিটকারীর আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। এ বিষয়ে জানতে চাইলে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালতের রায়ের ফলে সংসদ সদস্যরা আর কোনো প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকতে পারবেন না।
এর আগে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন ছাড়া কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ শিক্ষা বোর্ডের পরিদর্শক, ভিকারুননেসা স্কুলের অধ্যক্ষ ও সভাপতিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ৫ ধারা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা ৪টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে থাকতে পারবেন। আর ৫০ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন না দিয়ে বিশেষ ম্যানেজিং কমিটি গঠনের বিধান রয়েছে। এ দুটি ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ২৮, ৩১, ৬৫-এর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিল চেয়ে ওই আইনজীবী এর আগে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।