পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশী ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষে ‘কনভার্টেবল ৫-ইন-১’ রেফ্রিজারেটর নিয়ে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং বাংলাদেশ। ‘কনভার্টেবল ৫-ইন-১’ ক্যাটাগরির সকল রেফ্রিজারেটর ক্রয়ে ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। আগামি ৩০ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এই রেফ্রিজারেটরের সুবিধা হচ্ছে ব্যবহারকারীর চাহিদা বা প্রয়োজন অনুযায়ী সহজেই এর কুলিং সিস্টেম পরিবর্তন করা যায়। নরমাল, এক্সট্রা ফ্রিজ, ভ্যাকেশন, সিজনাল এবং হোম এলোন মোড নামকরণে মোট ৫টি মোড সেট করার সুবিধা রয়েছে এই ক্যাটাগরির রেফ্রিজারেটরগুলোতে। রেফ্রিজারেটর ক্যাটাগরিতে এটি প্রথম।
স্যামসাং বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শাহরিয়ার বিন লুৎফর বলেন, স্থানীয় বাজার চাহিদাকে বিবেচনায় নিয়ে মান ও কারিগরি দক্ষতা বজায় রেখে সাশ্রয়ী দামে স্যামসাং পণ্য সবার ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সদা-সচেষ্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।