Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতাকে কবিতার বই উপহার দিলেন এরশাদ

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ইলিশ পাঠানোর পথ ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল বিজয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে শাড়ি ও নিজের লেখা কবিতার বই পাঠিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। দু’একদিনের মধ্যে তার পাঠানো এই উপহার মমতার কাছে পৌঁছে দেবেন ভারতের নাগরিক এরশাদের ভাইপো আহসান হাবিব। তিনি কুচবিহারে থাকেন। স¤প্রতি এরশাদের ভাইপো বাংলাদেশে আসেন। সেখানেই এরশাদ এসব শুভেচ্ছা বার্তা ও উপহার ভাইপোর হাতে তুলে দিয়েছেন। ভাইপো সেগুলো কুচবিহারের দুই বিজয়ীর কাছে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন। এবার কলকাতায় এসে তা মমতার হাতে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্ক রয়েছে। ঢাকা সফরে এসে মমতা এরশাদের সঙ্গে দেখা করেছিলেন। আর গতবছর কুচবিহারের দিনহাটায় জন্মভূমিতে কয়েকদিন কাটিয়ে এসেছেন এরশাদ। সেই সময় তিনি মমতার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। এরশাদ পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তার বাল্যবন্ধু কমল গুহর ছেলে উদয়ন গুহর বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতাকে কবিতার বই উপহার দিলেন এরশাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ