Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মামলা খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জামিন পাবেন কি-না, তা জানা যাবে আগামী মঙ্গলবার। গতকাল জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ১৮ জুন মঙ্গলবার আদেশের দিন ধার্য্য রাখে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
কায়সার কামাল পরে বলেন, মানহানি ও ধর্মীয় অনুভূতি আঘাতের দুই মামলায় জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার আদেশের জন্য রেখেছেন আদালত। ২০১৪ সালের ১৪ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’
খালেদা জিয়ার ওই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দাবি করে ওই বছরের ২১ অক্টোবর এ বি সিদ্দিকী নামে জনৈক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে যে মানহানির মামলা হয়, তার বাদীও ওই একই ব্যক্তি। তিনি মামলায় অভিযোগ করেন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়া বক্তব্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সরকার নিয়ে কটূক্তি করেন।
দুই মামলাতেই গত বছরের ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দেয় শাহবাগ থানা পুলিশ। দুই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ২০ মার্চ খালেদা জিয়াকে গ্রেফতারে পরোয়ানা জারি করে আদালত। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। গত ২২ মে জামিন আবেদন দুটি আদালতে উপস্থাপন করা হলে গতকাল সোমবার শুনানি হয়।



 

Show all comments
  • AR Aftadul Islam ১৮ জুন, ২০১৯, ২:০০ এএম says : 0
    আল্লাহ তুমি রহম কর
    Total Reply(0) Reply
  • Md Sobur Khan ১৮ জুন, ২০১৯, ২:০০ এএম says : 0
    no person can be happy without mother.
    Total Reply(0) Reply
  • Farid Abdul ১৮ জুন, ২০১৯, ২:০০ এএম says : 0
    চোখের জল এসে তবু কাঁদতে পারিনি,, মা,,তোমার অপেক্ষা
    Total Reply(0) Reply
  • Md Shamim ১৮ জুন, ২০১৯, ২:০০ এএম says : 0
    আল্লাহর কাছে দেশ মাতার জ্যন্য দোয়া করি সবাই
    Total Reply(0) Reply
  • Abu Bakkar ১৮ জুন, ২০১৯, ২:০১ এএম says : 0
    খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি চাই।।তাকে রাজনৈতিক কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছেনা।।একজন মানুষের সাথে এইরকম অমানবিক আচরণ দেখে জাতি লজ্জিত।।খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অনতিবিলম্বে বিগত ৩০ ডিসেম্বরের ভুয়া নির্বাচন বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে পুনঃনির্বাচন চাই।।।ঐক্যফ্রন্টকে খালেদা জিয়াকে মুক্ত করেই পুনঃনির্বাচনের ও জামায়াতকে নিষিদ্ধের চক্রান্তের প্রতিবাদে তিব্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিদায় দিতে হবে।।।
    Total Reply(0) Reply
  • Mukhlesur Rahman ১৮ জুন, ২০১৯, ২:০২ এএম says : 0
    জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রে আদালতই সর্বশেষ ভরসাস্থল। কিন্তু বর্তমান অবৈধ সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আদালত, দুদক, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, পাবলিক সার্ভিস কমিশন, সংবাদ পত্রের স্বাধীনতা ও গণ মাধ্যমসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে প্রভাবিত ও দলীয়করণ করার ফলে এ গুলো এখন আওয়ামীলীগের দলীয় সংগঠনের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে লোক দেখানো নাম মাত্র কিছু অকার্যকর সিদ্ধান্ত নেওয়া ব্যতীত আওয়ামীলীগের স্বার্থ রক্ষা ছাড়া স্বাধীন ভাবে কোন সিদ্ধান্তই নিতে পারে না।
    Total Reply(0) Reply
  • Mukhlesur Rahman ১৮ জুন, ২০১৯, ২:০২ এএম says : 0
    জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রে আদালতই সর্বশেষ ভরসাস্থল। কিন্তু বর্তমান অবৈধ সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আদালত, দুদক, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, পাবলিক সার্ভিস কমিশন, সংবাদ পত্রের স্বাধীনতা ও গণ মাধ্যমসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে প্রভাবিত ও দলীয়করণ করার ফলে এ গুলো এখন আওয়ামীলীগের দলীয় সংগঠনের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে লোক দেখানো নাম মাত্র কিছু অকার্যকর সিদ্ধান্ত নেওয়া ব্যতীত আওয়ামীলীগের স্বার্থ রক্ষা ছাড়া স্বাধীন ভাবে কোন সিদ্ধান্তই নিতে পারে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ