পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশন বসছে আজ বুধবার। বর্তমান সরকারের তৃতীয় ও দেশের ইতিহাসে এটি ৪৫তম বাজেট অধিবেশন। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এদিন বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে। গত ১৫ মে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানান। এর আগে গত ৫ মে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শেষ হয়।
এদিকে অধিবেশন শুরুর পরের দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৫তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৭তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট।
বাজেট অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে যা কিছুদিন আগে শেষ হওয়া দশম অধিবেশনে কার্য তালিকায় ওঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।