পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় ঘাতকদের বিচারদাবীসহ তিন দফা দাবি তুলেছে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে হানিফ বাস সার্ভিসের ঢাকাস্থ সকল কাউন্টার বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে তারা। গতকাল রোববার সকালে রাজধানীর মিরপুরে বাঙলা কলেজের সামনে এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ হুমকি দেয়।
এর আগে গত শুক্রবার সাভারের তুরাগ ব্রিজের বিপরীতে অভি পেট্রলপাম্পের সামনে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রাবণ মিন্টু মোল্লা। এ ঘটনায় সাজু নামের আরো একজন গুরুতর আহত হন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত গাড়ি চালক এবং চালকের সহকারীকে বিচার, মিন্টুর পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহত সাজুর চিকিৎসা খরচ বহন ও তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
রাষ্ট্রবিজ্ঞান (স্নাতকোত্তর) বিভাগের শিক্ষার্থী মানিক চৌধুরী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। ঢাকায় যত হানিফ কোম্পানির কাউন্টার আছে- তার সবগুলো বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।