Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ আহত ২৯

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের ৭ স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও আহত হয়েছেন ২৯ জন। এর মধ্যে গাইবান্ধায় ৩ গরু ব্যবসায়ী নিহত ও আহত হয়েছেন ৯ জন। অপরদিকে সীতাকু-ে স্বর্ণ ব্যবসায়ী, গোমস্তাপুরে ছাত্র, সোনারগাঁওয়ে মহিলা, রূপগঞ্জে অটোরিকশা চালক, রাজাপুরে সেলসম্যান ও কালীগঞ্জে ড্রাইভার নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৩ গরু ব্যবসায়ী নিহত
গাইবান্ধা জেলা সংবাদদাতা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গোসাইজানি সেতু এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশাভ্যান যাত্রী তিনজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের কাঞ্চে মিয়ার ছেলে হাফিজার রহমান (৫০), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে বাবলু মিয়া (৪২), ও ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের ধারু আকন্দ বেপারীর ছেলে নুরুল ইসলাম (৫২)। তারা সবাই গরু ব্যবসায়ী ছিলেন। এছাড়া বাসের সুপারভাইজার, ভ্যান চালকসহ অন্তত নয়জন আহত হয়েছেন। সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে রংপুরগামী রূপান্তর এন্টারপ্রাইজের একটি বাস গোসাইজানি সেতু এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুরগামী একটি মাটি বহনকারী ট্রাককে অতিক্রম করার সময় তার সামনে থাকা ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ওপর পরে। ফলে ঘটনাস্থলেই রিকশাভ্যানে থাকা তিনজন গরু ব্যবসায়ী নিহত হন। এছাড়া বাসের সুপারভাইজার, ভ্যান চালকসহ অন্তত নয়জন আহত হন।
সীতাকু- উপজেলা সংবাদদাতা জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুবল চন্দ্র ধর (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারোধুনা গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র ধরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী সী-গোল্ড সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে মহাসড়ক অতিক্রমের সময় ঢাকা মুখী একটি দ্রুতগামী ট্রাক (নং ঢাকামেট্রো-১১-৩৭০৪) পথচারী সুবল চন্দ্র ধরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে চেষ্টা করলেও ভাটিয়ারী এলাকায় গাড়িটি আটক করে জনতা। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ লাশ ও গাড়িটি থানায় নিয়ে যায়।
গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান (১৪) নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে রহনপুর-যাতাহার সড়কের মাদাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের রবিউলের ছেলে। সে রংপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
সোনারগাঁ উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনায় হামিদা আক্তার (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় সে নিহত হয়। নিহত হামিদা আক্তার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শরিফুর আলম জানান, উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকায় রাস্তা পার হবার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাক (বগুড়া ট-১১-০০৪৭) তাকে চাপা দেয়।
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দ্রুতগামী ট্রাক চাপায় হেকমত আলী (৫৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় জরিনা বেগম নামে আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত হেকমত আলীর বাড়ী উপজেলার কেরাব এলাকায়। তার পিতার নাম মৃত ছায়েদ আলী।
রাজাপুর উপজেলা সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে প্রাণের পণ্য বহনকারী কাভার্ড ভ্যান (টমটম) দুর্ঘটনায় রাসেল হোসেন মাঝি (২৮) নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঝালকাঠির-পিরোজপুর সড়কের উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল পিরোজপুর উপজেলার স্বরূপকাঠি উপজেলার সারদাল গ্রামের ইয়াকুব আলী মাঝির ছেলে ও প্রাণ কোম্পানির কাউখালি উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন জানান, প্রাণের পণ্যভর্তি কাভার্ড ভ্যানটি কাউখালির শিয়ালকাঠি চৌরাস্তা থেকে রাজাপুরের নৈকাঠি বাজারে আসার সময় পথিমধ্যে সাতুরিয়া স্কুল এলাকার স্টিল ব্রিজে একটি বেপরোয়াগতির মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ব্রিজের প্লেটের ফাঁকে চাকা আটকে যায়। এ সময় গাড়িটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগলে ছাদে থাকা রাসেল মাঝি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় চালক আমান উল্লাহ (২৫) আহত হয়েছেন। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় সেভেন রিংস সিমেন্ট কারখানার ড্রাইভার নিহত। তিতাস পরিবহনের ২০ যাত্রী আহতের সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় সেভেন রিংস সিমেন্ট কারখানার (ঢাকা মেট্রো-উ ১১-১৪৯১) নং একটি কাভার্ড ভ্যান পৌঁছলে ঢাকা থেকে বি-বাড়ীয়াগামী তিতাস পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯২৩০) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের ড্রাইভার মো. ফিরোজ মিয়া নিহত হয়। তিতাস পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়ক থেকে পাশের খাদে পড়লে প্রায় ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাত স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ আহত ২৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ