Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজের টাকা জমার সময় ৭ জুন পর্যন্ত বর্ধিত

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হজ প্যাকেজের পুরো টাকা জমা দেয়ার সময়সীমা ৩০ মে’র পরিবর্তে আগামী ৭ জন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে মিন্টু রোডে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর নজর”ল ইসলাম, হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ, হাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামানও উপস্থিত ছিলেন। হাবের পক্ষ থেকে মহাসচিব শেখ আব্দুল্লাহ লিখিতভাবে হজের টাকা জমা দেয়ার সময় আগামী ১৫ জুন পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানিয়েছিলেন। হজের টাকা জমা দেয়ার সময় বর্ধিত করার খবর ছড়িয়ে পড়ায় হজ এজেন্সিগুলোর মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। রাত ৮টা পর্যন্ত ৩৮ হাজার ৮শ’ ৮৫ জন হজযাত্রীর হজের পুরো টাকা ব্যাংকে জমা দিয়ে মূল নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে এদের মধ্যে অনেক হজ এজেন্সিই নির”পায় হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে হজযাত্রীদের মূল নিবন্ধনের কাজ শেষ করেছে। গতকাল পর্যন্ত ৮৪ হাজার ১শ’ ১৭ জন হজযাত্রীর পুরো টাকা’র ভাউচার বের করা হয়েছে। হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, হাবের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের সুবিধার্থে হজ প্যাকেজের পুরো টাকা জমা দেয়ার সময়সীমা আগামী ৭ জুন পর্যন্ত বর্ধিত করেছেন। এর পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।
এদিকে, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল-নাসের এক বিবৃতিতে হজের পুরো টাকা ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনের সময় ৩০ মে’র পরিবর্তে আগামী ৭ জুন পর্যন্ত বর্ধিত করায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল ও হাবকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজের টাকা জমার সময় ৭ জুন পর্যন্ত বর্ধিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ