Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূর কাছে হারলেন অভিনেতা সোহেল খান

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে : টিভির পর্দায় ভালো অভিনয় করায় খ্যাতিও কম নয়। সাংস্কৃতিক অঙ্গনে অভিনেতা হিসেবে বেশ পরিচিত। তার এলাকার লোকজনও তাকে অভিনেতা হিসেবেই জানেন। রাজনৈতিক অঙ্গনে তার আবির্ভাবের কথা কোনোদিন কল্পনাও করেননি এলাকার জনগণ। অভিনয়ের জগতে দক্ষ হলেও রাজনীতিতে অদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়াও তৃণমূল নেতাদের সাথে সম্পর্কও ভালো ছিল না তার। এতো অযোগ্যতা সত্ত্বেও দলীয় হাইকমান্ডের নির্দেশে মনোনয়নের জন্য সুপারিশ করতে কুন্ঠাবোধ করেনি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে নেতাকর্মীরা এমনকি ভোটাররা তাকে মনে-প্রাণে মেনে নিতে পারেননি। ফলে তিনি বিপুল ভোটে পরাজিত হয়েছেন একজন স্বশিক্ষিত নারী প্রার্থীর কাছে।
কে এই অভিনেতা হয়তো এখনো ভাবতে পারেননি। তিনি হলেন সেই আমাদের নাট্যাভিনেতা সোহেল খান। সোহেল খান উপজেলার চৌহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন গত শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তিনি ভোট পেয়েছেন ৩৬৬১। তিনি পরাজয় বরণ করেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে, সে একজন গৃহিণীও বটে। ওই গৃহবধূ সোহেল খানের চেয়ে ২৩৯৮ ভোট বেশি পেয়েছেন। গৃহবধূর নাম পারভীন হাসান প্রীতি। পারভীন হাসান প্রীতি ওই ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান রফিকুল হাসান মোকছেদের সহধর্মীণি। প্রীতি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।
চৌহাট এলাকার অনেকে বলেন, সোহেল খান টিভিতে যেভাবে সহজ-সরল ভাষায় অভিনয় করেন। কিন্তু ভোট প্রার্থনার ক্ষেত্রে সেই সহজ-সরল ভাষা প্রয়োগ করেননি। তিনি জনগণের সাথে রূঢ় আচরণ করেই ভোট চেয়েছেন। আর সাধারণ ভোটারগণ তার সমুচিত জবাব দিয়েছেন অন্ধকারের বুথে। চৌহাট এলাকার নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, তার লোকজন দিয়ে নৌকা প্রতীকে সিল মারতে চেয়েছিলেন কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে আগাতে পারলেন না সোহেল খান।
চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের অনেকেই জানিয়েছেন, সে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। তাকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশে মনোনয়নের জন্য সুপারিশ করেছিল উপজেলা আওয়ামী লীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূর কাছে হারলেন অভিনেতা সোহেল খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ