Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপুরে প্রেসক্লাব বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে নার্সদের অবস্থান

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিপিএসসি’র মাধ্যমে নিয়োগ বাতিল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে সোমবার বিকাল ৫টা থেকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসার সামনে অবস্থান নিয়েছে বেকার নার্সরা। মন্ত্রীর দেখা এবং দাবির ব্যাপারে আশ্বাস না পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রাখবেন বলে জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে দাবি না মানলে আগামী ৩ জুন ঘোষিত পরীক্ষাতেও তারা অংশ নেবেন না বলে হশিয়ারি উচ্চারণ করেছেন। এর আগে বেলা ১২টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। এ সময় নার্সদের অবস্থানের কারণে রাস্তায় যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানান, ব্যাচ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। আমাদের দাবি বাস্তবায়নে কয়েকবার প্রতিশ্রুতি দেয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয়। এদিকে বিপিএসসির মাধ্যমে নিয়োগ পরীক্ষার বাকি তিনদিন। গত রোববার এক অনুষ্ঠানে এক হাজার নার্স এডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হবে এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, এটা এক ধরনের প্রতারণা। প্রেসক্লাবের সামনে অবস্থানকালে স্বাস্থ্যমন্ত্রী এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে তাদের কয়েক দিন অপেক্ষা করতে বলেন। তবে তারা মন্ত্রীর পরামর্শ প্রত্যাখ্যান করেন বলে জানান রাজিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুপুরে প্রেসক্লাব বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে নার্সদের অবস্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ