পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশের সাথে রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আরো দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি রাশিয়ায় এক বাণিজ্যিক সফর করেন। এ সময় বাংলাদেশী বিজনেসম্যান এ্যাসোসিয়েশন, মস্কো এর পক্ষ থেকে মন্ত্রীকে স্বাগত জানানো হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সাইফুল হক উপস্থিত ছিলেন। সভায় তিনি রাশিয়ায় বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে পারস্পারিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশী বিজনেসম্যান এ্যাসোসিয়েশন, মস্কো এর সভাপতি এস এম পারভেজ তমাল ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত ছিলেন না। এ সময় ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশী বিজনেসম্যান এ্যাসোসিয়েশন, মস্কো এর প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম মিঞা আরজু উপস্থিত ছিলেন এবং ব্যাংকিং চ্যানেল চালু করার বিষয়ে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।