Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

জুডিশিয়াল সার্ভিসের ৪০ বিচারক বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের ৪০ বিচারককে বদলি করা হয়েছে। অধস্থন আদালতে বদলি হওয়া বিচারকদের মধ্যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারকরা রয়েছেন। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই কর্মকর্তাদের বদলি-সংক্রান্ত আদেশ মন্ত্রণালয়ের প্রকাশ করেছে।

আদেশে বদলি হওয়া বিচারকদের আগামী ১২ জুনের মধ্যে জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের ছুটি শেষে যোগদান করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুডিশিয়াল সার্ভিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ