Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ বোর্ড হচ্ছে

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জঙ্গি কর্মকা-ে কিছু কওমি মাদ্রাসাকে দায়ী করে জাতীয় সংসদে পক্ষে-বিপক্ষে বিতর্কে জড়ালেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সম্পূরক প্রশ্নে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম এ নিয়ে প্রশ্ন উত্থাপন করলে বিতর্কের সূত্রপাত হয়। হাজী মো. সেলিম বলেন, কিছু কওমি মাদ্রাসার কর্মকা-ের জন্য সরকারের বদনাম হচ্ছে। অনেক জায়গায় নতুন মাদ্রাসা হচ্ছে, এ ব্যাপারে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কি? কওমি মাদ্রাসাগুলো সরকারের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কি না? এ সময় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রীর পক্ষে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য একটি স্পর্শকাতর (সেনসেটিভ) প্রশ্নের উত্তর দিতে বলেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত দুরহ। চিন্তা-ভাবনা করে উত্তর দিতে হয়। আসলে সরকার কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ জন্য একটি বোর্ড বা কমিটিও করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কওমি মাদ্রাসার সবগুলো জঙ্গি তৈরি কারখানা এটা আমি বলব না। কিন্তু কিছু কিছু মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয়। শুধু মাদ্রাসা কেন, ইংরেজি মাধ্যমের অনেক ছাত্র-শিক্ষকের মধ্যেও জঙ্গি রয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, আমি যতদূর জানি ফরিদ উদ্দিন মাসুদ, হেফাজতে ইসলামের মাওলানা সফী সাহেবও সেই কমিটিতে আছেন। মাদ্রাসা সিলেবাস কীভাবে আধুনিকায়ন করা যায়, সে ব্যাপারে তারা চিন্তা-ভাবনা করছেন।
খাদ্যমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, মাদ্রাসার সংখ্যা বাড়ছে কিনা, কীভাবে এগুলো পরিচালিত হচ্ছে বা লেখাপড়াই কী হচ্ছে- এসব বিষয়ে স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি রাখা উচিত।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, তাদের সন্তানরা মাদ্রাসায় পড়–ক বা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুক, তারা কোন পথে যাচ্ছে, তার নজর রাখা উচিত। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে জঙ্গি সমস্যার সমাধান করতে পারব। জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ঢালাওভাবে কওমি মাদ্রাসার ওপর দোষ দেয়া ঠিক না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ বোর্ড হচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ