Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারিগরি হবে শিক্ষার মূলধারা-শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষা নিয়ে হাজার হাজার বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না। এ শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করতে হবে।
আগামীদিনে এটিই হবে শিক্ষার মূলধারা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান, আ. ন. হ. সালাহ উদ্দিন, ড. শেখ আবু রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জনাব নাহিদ বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও বিশ্বচাহিদার সাথে তাল মিলিয়ে আমরা এখাতকে ঢেলে সাজাচ্ছি। এনরোলমেন্ট বৃদ্ধি, অবকাঠামো, যন্ত্রপাতি, শিক্ষকদের দেশী-বিদেশী প্রশিক্ষণ, নতুন নতুন প্রকল্প গ্রহণসহ নানামুখী উদ্যোগ করা হয়েছে। তিনি বলেন, এবছর ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানে ৫৭,৭৮০ জন এবং ৯৮৬টি ১,০০,০৬৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গত বছর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ভর্তি করা হয়েছিলো ৩১,৫৬০ জন। এবার তার সাথে আরো ২৬,২২০ জন বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারিগরি হবে শিক্ষার মূলধারা-শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ