Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজরুলের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

আমিরাতে কবির জন্ম-জয়ন্তীতে বক্তারা
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দ বলেন, মানবতা, সাম্য ও দ্রোহের কবি নজরুল ইসলামের উপস্থিতি বাঙালির প্রাণ শক্তিকে উজ্জীবিত রাখবে। কর্ম, চিন্তা-চেতনা ও মননে অজানাকে জয় করতে পথ শিখিয়েছেন এবং অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছেন তা বাস্তবায়নে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম-জয়ন্তী উপলক্ষে জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার উদ্যোগে গত ২৭ মে শুক্রবার রাতে আবুধাবীস্থ শাপলা হোটেল হাউজের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে নজরুল প্রেমি বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি কবি মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরউদ্দিন মান্নার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবী বাংলাদেশ স্কুলের ইংরেজি শিক্ষক এস.এম মোতালেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর আনিসুল হাসান, সেনা প্রকৌশলী ও দেশি ভয়েজ মিডিয়ার প্রধান দেওয়ান কুদ্দুছ, জাতীয় কবিতা মঞ্চের সহ-সভাপতি কবি ওবায়েদুল হক, কবি আবসার তৈয়বী, এনামুল হক, বেলায়েত হোসেন হিরু, নাজিমুদ্দিন ও কবি এম এ মান্নান। কবিতা পাঠ করেন, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, মোহাম্মদ রফিক উল্লাহ, মনজুর আলম ও শাহাদাত হোসেন নয়ন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নজরুলের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ