পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ব্যবসায়িক সফলতায় সহায়তা নীতিকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) ২৫তম বছরে পদার্পণের ও বার্ষিক গালা ডিনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নতুন কমিটির কাছে বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়।
গত মঙ্গলবার পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম ব্যানকুইটিং হলে এই অনুষ্ঠান হয়।
নতুন কমিটির পক্ষে নির্বাচিত প্রেসিডেন্ট এনাম আলী এমবিই বিদায়ী কমিটির পক্ষে প্রাক্তন প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী হতে দায়িত্ব বুঝে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।