পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : দীর্ঘদিন দুবাইভিত্তিক কোম্পানির মাধ্যমে বুক বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করা হলেও গত বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জের উদ্যোগে নিজস্ব বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ে নতুন বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. অধ্যাপক স্বপন কুমার বালা।
প্রধান অতিথির বক্তব্যে ড. অধ্যাপক স্বপন কুমার বালা বলেন, এতোদিন দুবাইভিত্তিক একটি কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানিগুলোর কাজ সম্পন্ন করতে সেবা দিত। তবে দীর্ঘদিন ধরে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানি শেয়ারবাজারে আসা বন্ধ থাকলেও প্রতিবছর বিপুল পরমিাণ ফি দিতে হতো। স্টক এক্সচেঞ্জের মুনাফা খরায় এই ব্যয় ভাবিয়ে তোলে। ব্যয় কমানো অন্যতম লক্ষ্য রেখে নিজস্ব উদ্যোগে নতুন বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এখন এর সুফল পাবে স্টক এক্সচেঞ্জ।
২০১৫ পাবলিক ইস্যু রুলস তৈরীতে কিছু জটিলতার দেখা দেয় বলে জানান স্বপন কুমার বালা। তবে নতুন বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে তা অনেকাংশে কেটে যাবে। তিনি আরো বলেন, পাবলিক ইস্যু রুলস-২০১৫তে অনেক সংশোধনী আসছে।
তবে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের সঠিক মূল্য (ফেয়ার প্রাইসিং) নির্ধারন নিয়ে হতাশ ছিলাম। এ বিষয়ে ওই সময় কমিশনের সাথে আলোচনাও হয়েছে। কমিশন বলেছে, এই পদ্ধতিতে দুই একটি শেয়ারবাজারে আসার পরে সমস্যা দেখা দিলে তা সমাধান করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, নতুন বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে আত্মবিশ্বাসের উদ্বোধন হল। আগে বিদেশী কোম্পানির মাধ্যমে বুক বিল্ডিং এর কাজ করা হত। কিন্তু এখন থেকে নিজেদের সফটওয়্যারে তা সমাধান করা হবে। এবং কোন সমস্যা দেখা দিলেও তা নিজেরাই সমাধান করা হবে। এই নতুন বুক বিল্ডিং সফটওয়্যার সফলভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই’র পরিচালক ওয়ালিউল ইসলাম।
উল্লেখ্য ২০০৯ সালের ১৮ অক্টোবর দুবাইভিত্তিক ইনফোটেক কোম্পানীর কাছ থেকে ইন্টিগ্রেটেড সফটওয়্যার কেনার মাধ্যমে এর বুক বিল্ডিং সফটওয়্যারের পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালের ১ অক্টোবর ব্যয় উৎকর্ষ, সহজতর রক্ষণাবেক্ষণ, সময়োপযোগী পরিবর্তন ও পরিবর্ধন সাধনের লক্ষ্যে নতুন আঙ্গিকে নিজস্ব বুক বিল্ডিং সফটওয়্যার চালু করে। নতুন পাবলিক ইস্যু রুলস-২০১৫ অনুযায়ী চলতি বছরের ২৩ মে সফটওয়্যার পুনর্নির্মান ও ইউএটি (ইউজার অ্যাকসেপটেন্স টেস্ট) সম্পন্ন করা হয়। ভবিষ্যতে সিস্টেমটির সাথে আইপিও অ্যাপ্লিকেশন প্রসেস সংযোজন করা হবে যা আইপিও ম্যানেজমেন্টকে আরো সহজতর করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।