Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এক্সিম ব্যাংকের বৃত্তি প্রদান

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বৃত্তি প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করল এক্সিম ব্যাংক। গতকাল এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সব শিক্ষার্থীর হাতে ২০১৬ সালের বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমি এহসানুল হক, মোঃ হুমায়ূন কবীর, শাহ্ মোঃ আব্দুল বারীসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে বৃত্তি প্রদান করে আসছে।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এক্সিম ব্যাংকের বৃত্তি প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ