Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোগান্তি ছাড়াই এবার মানুষ ঘরে ফিরতে পারবে : নৌ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১:৪৫ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই এবার মানুষ ঘরে ফিরতে পারবে।

বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় প্রতিমন্ত্রী পাটুরিয়ায় পৌঁছে সংশ্লিষ্টদের কাছে ঈদের সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন।


খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের সামগ্রিক প্রস্তুতি যদি কোনো চক্র, গোষ্ঠী বা ব্যক্তি বিনষ্টের চেষ্টা করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি আছে। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদে পারাপারে আমাদের চেষ্টার ত্রুটি নেই। তবে এজন্য যাত্রী, পরিবহন চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তাদেরও মনোবল থাকতে হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, কোনো যাত্রীই ঘাটে আটকে থাকবে না। সবাইকে পারাপার করা হবে তার শতভাগ নিশ্চয়তা দিলাম।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয়কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মাহবুব-উল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ